মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমান্তবর্তী জলসীমা থেকে তিনটি মাছধরার ট্রলারসহ ১৬ জন বাংলাদেশি ও রোহিঙ্গা জেলেকে অপহরণ করেছে। সংগঠনটি অভিযোগ করেছে, জেলেরা মিয়ানমারের পানিসীমায় প্রবেশ করেছিল। টেকনাফের বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, ঘটনাটি সেন্টমার্টিনের অদূরে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘটেছে। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যমের তথ্যমতে, আটক জেলেদের রাখাইন রাজ্যের নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৯ মাসে নাফ নদ ও সেন্টমার্টিন উপকূল থেকে অন্তত ৩৪৬ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি, যার মধ্যে প্রায় ২০০ জনকে বিজিবির সহায়তায় উদ্ধার করা হয়েছে, তবে ১৪৬ জন এখনো নিখোঁজ। টেকনাফ উপজেলা প্রশাসন ঘটনাটি তদন্ত করছে। ধারাবাহিক এসব অপহরণের কারণে উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।