Web Analytics
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে সকাল ৮টা থেকে সংসদ ভবনের চারপাশের সড়কে যান চলাচল বন্ধ রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানাজা শেষ না হওয়া পর্যন্ত এসব এলাকায় ডাইভারশন কার্যকর থাকবে এবং সাধারণ মানুষের জন্য পায়ে হাঁটার পথ উন্মুক্ত থাকবে।

আইএসপিআর জানিয়েছে, সকাল ৮টা থেকে কলেজ গেট, আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় যান চলাচল সীমিত থাকবে। নাগরিকদের চলাচল পরিকল্পনা করে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। ফার্মগেট, ইন্দিরা রোড, বিজয় সরণি ও গণভবন ক্রসিংসহ কয়েকটি সড়ক বন্ধ থাকবে। বিকল্প রুট ও পার্কিংয়ের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠ, মতিঝিল, শাহবাগ, উত্তরা ও পূর্বাচলে ব্যবস্থা রাখা হয়েছে।

জানাজা শেষ না হওয়া পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

Card image

Related Videos

logo
No data found yet!