Web Analytics
আগামীকাল সোমবার ‘আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা দিবস’ উপলক্ষে রোহিঙ্গা সংহতি দিবসের ডাক দিয়েছে বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস নামে একটি সংগঠন। বিকাল ৩টায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত এ পদযাত্রা শুরু হবে। বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে মজলুম রোহিঙ্গাদের পক্ষে এদিন মার্চ ফর রোহিঙ্গা পালনের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে সংগঠক জিহাদী ইহসান বলেন, প্রতিনিয়ত রোহিঙ্গাদের আন্তর্জাতিক সংবাদের আড়ালে হত্যা করা হচ্ছে। সকল আন্তর্জাতিক ও আঞ্চলিক মিডিয়ার আড়ালে গত বছর ২০২৪ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের নাফ নদ তীরে ড্রোন আক্রমণ চালিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ও শরণার্থী ক্যাম্পে হামলা করা হয় যাতে ২০০ এর কাছাকাছি মানুষ নিহত হয় বলে প্রতিবেদনের উল্লেখ্য আছে। আমরা মজলুম রোহিঙ্গাদের পক্ষে সারা পৃথিবীতে ভয়েস রেইজ করতে মার্চ ফর রোহিঙ্গার ডাক দিয়েছি। এছাড়াও সংগঠনটি রোহিঙ্গা নিপীড়নের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরে সব ছাত্রসংগঠনকে মার্চ ফর রোহিঙ্গায় যোগদান ও মজলুম রোহিঙ্গাদের স্বাধীনতা ও মুক্তির জন্য সরব হতে দেশবাসীসহ সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।