ইন্দোনেশিয়া মক্কায় একটি বিশেষ হজগ্রাম তৈরি করতে জমি কিনছে। এই পরিকল্পনায় সম্মত হয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে। মক্কার রয়্যাল কমিশন মক্কার কাছাকাছি আটটি প্লট দিয়েছে, যা ২৫ থেকে ৮০ হেক্টর পর্যন্ত আকারের। সৌদি সরকার বর্তমান বাসিন্দাদের সরিয়ে দেবে, আর ইন্দোনেশিয়া জমি সংগ্রহের কাজ করবে। এই গ্রামে হজ ও ওমরাহ যাত্রীদের থাকার ব্যবস্থা ও বাণিজ্যিক এলাকা থাকবে, যা তাদের যাত্রাকে সহজ করবে।