মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুয়ালালামপুর সফর দ্বিপাক্ষিক সম্পর্কে বিশেষ করে কৌশলগত ও উচ্চ প্রভাবসম্পন্ন খাতে সহযোগিতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছে। সফরে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল পণ্য, এসটিইএম, গবেষণা, শিক্ষা, সেমিকন্ডাক্টর ও ব্লু ইকোনমি খাতে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ স্বাক্ষরিত হয়। গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে রয়েছে বাংলাদেশি বৈধ শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু, যা নতুন ভিসার আবেদন ছাড়াই দেশে গিয়ে পুনরায় মালয়েশিয়ায় ফেরা সম্ভব করবে। ইসমাইল এই পদক্ষেপকে বাংলাদেশের শ্রমিকদের অবদানের প্রতি মালয়েশিয়ার কৃতজ্ঞতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়। এছাড়া মিয়ানমার সংকট ও রোহিঙ্গা সমস্যার সমাধানে আসিয়ানের শান্তি মিশন ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি মালয়েশিয়ার সমর্থন পুনঃনিশ্চিত করা হয়। ইসমাইল বলেন, এসব চুক্তি শুধু কাগজে নয়, বরং দুই দেশের জনগণের জীবনে সরাসরি প্রভাব ফেলবে—চাকরি সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও যৌথ অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে মালয়েশিয়া ও বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত অংশীদার হিসেবে আরও এগিয়ে যাবে।