বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেছেন, মানুষ পিআর পদ্ধতি কি; সেটি বোঝে না। তারা ভোট দিবেন লালমনিরহাটে, এমপি হবে গাজীপুরে। এই পদ্ধতিতে এমপিদের কোন দায়বদ্ধতা থাকবে না। দুলু বলেন, বর্তমানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাধা হয়ে দাঁড়িয়েছে কেন কোন রাজনৈতিক দল। তারা জনগণকে বিভ্রান্ত করতে নতুন নতুন ছবক দিচ্ছে। আরও বলেন, যারা এতদিন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে বিগত সময়ে বড় পরিসরে খেলাধুলার আয়োজন হয়নি। এর ফলে বাংলার মানুষ সুষ্ঠু বিনোদন থেকে বঞ্চিত হয়েছে।