জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলামের শীর্ষনেতারা। শুক্রবার সংগঠনটির মহাসচিব প্রেরিত এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের প্রতিবেদনে ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ বাহিনী কর্তৃক ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের তথ্য উঠে এসেছে। এই সময়ে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তারা। ভারত শত্রু রাষ্ট্রের মতো আচরণ করছে বলেও হেফাজতের নেতারা অভিহিত করেন।