Web Analytics
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা ও কর্মচারীরা চাকরি বিধি প্রণয়ন না হওয়ায় আগামী ১২ ডিসেম্বর সকাল ৭টা থেকে মেট্রোরেলের সব যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও এখনো চাকরি বিধিমালা চূড়ান্ত ও প্রকাশ করা হয়নি। ফলে রাজধানীর হাজারো যাত্রীর জন্য বড় ধরনের ভোগান্তি তৈরি হতে পারে।

কর্মচারীরা জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর ১২ বছর পেরিয়ে গেলেও ৯০০–র বেশি কর্মীর জন্য কোনো পৃথক চাকরি বিধি তৈরি হয়নি। ২০২২ সালের ডিসেম্বরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার পর নিয়োগপ্রাপ্ত কর্মীরা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, ওভারটাইম ও গ্রুপ ইনস্যুরেন্সের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের সেপ্টেম্বরে ৬০ কর্মদিবসের মধ্যে বিধি প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।

দীর্ঘদিনের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে কর্মীদের মধ্যে ক্ষোভ চরমে উঠেছে। দ্রুত সমাধান না হলে এই ধর্মঘট ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!