মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওভাল অফিসে এবিসি নিউজের সাংবাদিক মেরি ব্রুসকে কটূক্তি করেন, যখন তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করেছিলেন। ট্রাম্প ওই প্রশ্নকে ‘ভয়ংকর’ ও ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে আখ্যা দেন এবং বলেন, এমন প্রশ্ন অতিথিকে অস্বস্তিতে ফেলে। তিনি এবিসি নিউজকেও ‘বাজে কোম্পানি’ বলে উল্লেখ করে এর সম্প্রচার লাইসেন্স বাতিলের আহ্বান জানান। খাসোগি হত্যাকে তিনি তুচ্ছ করে বলেন, ‘এমন ঘটনা মাঝে মাঝে ঘটে।’ ন্যাশনাল প্রেস ক্লাব ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। ট্রাম্প অতীতেও সাংবাদিকদের প্রতি অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন, বিশেষত নারী সাংবাদিকদের ক্ষেত্রে। এই ঘটনা ঘটে সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফরের সময়, যা খাসোগি হত্যার পর তার প্রথম সফর।