৯৫ দিন পর ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ভোলার ১৯ জেলে। গত সেপ্টেম্বর মাসে সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার বিকল হয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়লে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। বুধবার বিকেলে বাংলাদেশ ও ভারতের কোস্টগার্ডের মধ্যে বন্দি বিনিময়ের মাধ্যমে তারা দেশে ফেরেন।
বাংলাদেশ কোস্টগার্ড জানায়, ভারত ৩২ জন বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে, যার মধ্যে ভোলার ১৯ জন রয়েছেন। অপরদিকে বাংলাদেশ ৪৭ ভারতীয় জেলেকে ফেরত দিয়েছে। মোংলা বন্দরে পৌঁছে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রশাসনের সহযোগিতায় দ্রুত মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দীর্ঘদিন উপার্জনক্ষম সদস্যদের অনুপস্থিতিতে পরিবারগুলো চরম দুর্দশায় পড়েছিল। উপজেলা প্রশাসন তাদের খাদ্য সহায়তা দেয়। এই বিনিময় দুই দেশের কূটনৈতিক ও মানবিক সহযোগিতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।