মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১ হাজার ৭০০, চলছে উদ্ধার কাজ। এ প্রাকৃতিক দুর্যোগের রেশ না কাটতেই বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাল দেশটির জান্তা বাহিনী। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম এনড্রস বলেন, ‘যখন সবাই উদ্ধার কাজে ব্যস্ত ঠিক তখনই সামরিক বাহিনী বোমা ফেলছে। এটা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য।’ তিনি বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর যাদের প্রভাব আছে তাদের চাপ বাড়াতে হবে। আমি জান্তাকে বলতে চাই, আপনারা থামুন।’ জান্তা বাহিনীর হামলায় সাতজন মারা গেছে। শান প্রদেশের নাউনচোতে ভূমিকম্পের তিন ঘণ্টা পর হামলা চালানো হয়। এছাড়া থাইল্যান্ড সীমান্তেও আকাশ পথে হামলা চালিয়েছে।