কুমিল্লার চান্দিনা উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল মাদক ও ড্রেজার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে। উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর ২৪ ও ২৫ নভেম্বর পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের ঘোষণা দেন। বহিষ্কৃতরা হলেন এতবারপুর ইউনিয়ন যুবদল সভাপতি মো. রাসেল পারভেজ এবং উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক ও বাতাঘাসী ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মোল্লা। রাসেল পারভেজকে ২৩ নভেম্বর ইয়াবাসহ গ্রেফতারের পরদিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। নাছির উদ্দিন মোল্লাকে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজিং ব্যবসা ও মারামারিতে জড়িত থাকার অভিযোগে ২৫ নভেম্বর বহিষ্কার করা হয়। উপজেলা সভাপতি জানান, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের নির্দেশনা অনুযায়ী দল মাদক, অবৈধ ব্যবসা ও সামাজিক বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।