বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, দীর্ঘ ১৭ বছর লুটপাট ও দুর্নীতির মাধ্যমে ক্রীড়াঙ্গনকে যারা ধ্বংস করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে এবং তা একটি নির্বাচিত সরকার করবে। তিনি বলেন, যারা রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচার শেখ হাসিনার বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে, এ দেশের জনগণ এটাকে কখনোই সমর্থন করে না। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এ কথা জনগণ মানে না। নির্বাচন এ বছরের ডিসেম্বরের ভিতরেই হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। নির্বাচিত সরকারই বিচার ও সংস্কার করবে!