চলতি মাসের শেষ সপ্তাহে গণঅভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা নতুন দল আসতে যাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু হওয়ার আগেই নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে চরম বিরোধ। বিবিসি বাংলা এ নিয়ে জানতে চেয়েছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বের কাছে। তারা বলেছেন, নতুন দলের আহ্বায়ক হিসেবে সবাই নাহিদ ইসলামকে নিয়ে ঐক্যমত, কিন্তু তিন পদ নিয়ে তৈরি হয়েছে বিরোধ। এ ইস্যুতে তৈরি হয়েছে চারটি বলয়। ঢাবি সাবেক শিবির সভাপতি রাফে সালমান রিফাত বলেন, অতীতের মতো শিবির ট্যাগিং করে আমাদেরকে উপরের পদে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিক্রিয়ায় রাফে সালমানের অনুসারীরা গণঅভ্যুত্থানে শিবির ও সাবেক শিবির নেতাদের ভূমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন। সংগঠনের নেতারা বলছেন আন্তরিকতার সাথে আলোচনা চলছে, শীঘ্রই এর সুরাহা করবেন তারা।