Web Analytics
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গার দর্শনা থানার হিজলগাড়ী ক্যাম্প এলাকায় গত ১ জানুয়ারি রাতে পুলিশ বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ ও সাবেক যুবলীগ নেতা সাইফুল আজম মিন্টুকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, দুজনই এলাকায় প্রভাবশালী যুবলীগ নেতা হিসেবে পরিচিত এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে পরদিন ২ জানুয়ারি শাহিনকে আদালতে পাঠানো হলেও সাইফুলকে পুলিশ ছেড়ে দেয়। এই ঘটনায় দর্শনা এলাকায় মানববন্ধনসহ ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

দর্শনা থানার ওসি মেহেদী হাসান জানান, দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল, কিন্তু সাইফুলের কোনো পদ-পদবী না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সচেতন মহল প্রশ্ন তুলেছে, রাজনৈতিক প্রভাব উপেক্ষা করে একজন পুলিশ কর্মকর্তা এককভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন কি না।

Card image

Related Videos

logo
No data found yet!