Web Analytics
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার নিশ্চিত করা—যে অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনে সহায়ক হবে। তিনি বলেন, ফ্যাসিবাদের নিপীড়ন থেকে রাষ্ট্রকে উদ্ধার করতে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ও সংস্কার প্রয়োজন। সংবিধানের কিছু অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাবও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি মনির হায়দার বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং সংবিধান নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!