নেপালের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসে বড় ধরনের বিভাজন দেখা দিয়েছে, মার্চে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে বিদ্রোহী অংশ সর্বসম্মতিক্রমে গগন থাপাকে নতুন সভাপতি নির্বাচিত করেছে। এই ভাঙন দেশটির অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করেছে। গত সেপ্টেম্বরে দুর্নীতি, শাসনব্যবস্থার ব্যর্থতা ও রাজনৈতিক সংস্কারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের পর আগের সরকার ক্ষমতাচ্যুত হয়।
৪৯ বছর বয়সি গগন থাপা, যিনি দলের তরুণ প্রজন্মের পরিচিত মুখ ও সাবেক সাধারণ সম্পাদক, নির্বাচনের পর সমর্থকদের হতাশ না করার অঙ্গীকার করেন। নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি কোন অংশ বৈধ হিসেবে স্বীকৃতি পাবে এবং ৫ মার্চের নির্বাচনে ঐতিহ্যবাহী গাছ প্রতীক ও পতাকা ব্যবহার করতে পারবে। পাঁচবারের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ২০১৬ সাল থেকে দলের সভাপতি ছিলেন, তবে নেতৃত্ব পরিবর্তনের দাবিতে সমঝোতা ব্যর্থ হওয়ায় বিদ্রোহী নেতাদের বহিষ্কার করা হয়।
এই বিভাজন নেপালের রাজনীতিতে প্রজন্মগত পরিবর্তন ও জবাবদিহির দাবিকে প্রতিফলিত করছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আসন্ন নির্বাচনে ন্যায্য ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন।