সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার সকালে আশারকান্দি ইউনিয়নের ফেচিবাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালুভর্তি তিনটি ইঞ্জিনচালিত নৌযান জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে নবী হোসেন ও আলাল উদ্দিনকে ছয় মাস করে এবং দিদার মিয়া, মনির হোসেন ও নজরুলকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান। দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।