শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ জড়ো হন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা জনসমুদ্রে পরিণত হয়, যেখানে ঢাকাসহ আশপাশের জেলা থেকেও বিপুল জনতা উপস্থিত হন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—পুলিশ, বিজিবি ও র্যাব—সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা নিশ্চিত করে। প্রতিটি গেট দিয়ে সুশৃঙ্খলভাবে মানুষ প্রবেশ করে, প্রয়োজনে তল্লাশি চালানো হয়। অনেকেই কালো ব্যাজ পরে শোক প্রকাশ করেন, কেউ কেউ জাতীয় পতাকা নিয়ে হাদির দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানান। নারী ও শিশুরাও জানাজায় অংশ নেন।
বিপুল জনসমাগম সত্ত্বেও পরিস্থিতি শান্ত ছিল। সহযোদ্ধা ও সমর্থকেরা হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং জানাজা শেষে দাফনের আগে মোনাজাতে আবেগে ভেঙে পড়েন।