Web Analytics
বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক আনুষ্ঠানিকভাবে সারাদেশে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই) কলিং সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে গ্রাহকেরা মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই ব্যবহার করে উন্নতমানের ভয়েস কল করতে পারবেন। দুর্বল নেটওয়ার্ক কভারেজযুক্ত এলাকা, যেমন উঁচু ভবন, ঘনবসতিপূর্ণ স্থান ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা বিশেষভাবে উপকৃত হবেন। এর আগে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করে গ্রাহকদের মতামতের ভিত্তিতে তা উন্নত করা হয়।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান জানান, ভিও ওয়াই-ফাই প্রযুক্তি স্থান ও অবকাঠামো নির্বিশেষে স্পষ্ট ও উচ্চমানের কলিং সেবা নিশ্চিত করবে। মোবাইল সিগন্যাল দুর্বল হলে কল স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কে রুট হবে, এবং এর জন্য কোনো অতিরিক্ত অ্যাপ বা অথেনটিকেশন প্রয়োজন হবে না। মোবাইল অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা, আইএসপি ও প্রযুক্তি অংশীদারদের সহযোগিতায় দেশব্যাপী এই সেবা চালু করা সম্ভব হয়েছে।

বর্তমানে নির্দিষ্ট হ্যান্ডসেট মডেল ও নির্বাচিত আইএসপি অংশীদারদের মাধ্যমে সেবা পাওয়া যাচ্ছে। বাংলালিংক ডিভাইস নির্মাতা ও আইএসপি অংশীদারদের সঙ্গে কাজ করছে সেবার পরিধি বাড়াতে, যা এলটিই নেটওয়ার্কের পরিপূরক হিসেবে ইনডোর ও প্রত্যন্ত এলাকার সংযোগ আরও শক্তিশালী করবে।

Card image

Related Videos

logo
No data found yet!