ইরানি পুলিশ গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় প্রায় ২১ হাজার ‘সন্দেহভাজনকে’ গ্রেফতার করেছে। ইরানের পুলিশ মুখপাত্র সাঈদ মনতাজেরোলমাহদি বলেন, ‘জনগণের ফোনকল ৪১ শতাংশ বেড়েছে, যা ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজন গ্রেফতারের দিকে নিয়ে গেছে।’ তিনি জানাননি, গ্রেফতারকৃত ব্যক্তিরা কোন অপরাধে সন্দেহভাজন ছিলেন। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল ইরানের। মুখপাত্র জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২,৭৭৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে এবং ফোন পরীক্ষা করে ৩০টি বিশেষ নিরাপত্তা-সংক্রান্ত মামলা শনাক্ত করেছে। মোট ২৬১ জন গুপ্তচরবৃত্তির সন্দেহভাজন ও অনুমোদন ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ১৭২ জনকেও গ্রেফতার করা হয়েছে।’ এছাড়া গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত সাতজন পুরুষকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। জানা গেছে, গ্রেফতার হওয়া অনেকজনকে ইতিমধ্যে মুক্তি দেয়া হয়েছে। যুদ্ধে ইরানের পুলিশ সাইবার প্রতারণা ও অনুমোদন ছাড়া অর্থ উত্তোলনের মতো ৫,৭০০টিরও বেশি সাইবার অপরাধের মামলা মোকাবিলা করেছে।