Web Analytics
জুলাই বিপ্লবের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে, যেখানে অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশন পক্ষ মামলার যাবতীয় তথ্য, উপাত্ত ও প্রমাণাদি উপস্থাপন করবে।

গত ২২ জানুয়ারি প্রসিকিউটর মিজানুল ইসলাম সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত ও নথিপত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করেন এবং দাবি করেন যে উপস্থাপিত প্রমাণে আসামিদের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। এরপর আদালত আজকের দিন ধার্য করে যুক্তিতর্কের ধারাবাহিকতা বজায় রাখে।

২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বর্তমান ধাপ শুরু হয়। প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

Card image

Related Videos

logo
No data found yet!