ইসকন আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় এলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি। তিনি আশ্বাস দেন, কোনো সংখ্যালঘুর গায়ে কাটার আঁচড়ও লাগতে দেবে না বিএনপি। আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার তদন্ত হবে এবং বিএনপি কেউ জড়িত থাকলেও ছাড় পাবে না। এছাড়া স্বামীবাগ ইসকন মন্দিরের উন্নয়নে ৫০ কোটি টাকার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া তিনি জানান, বিএনপি মহাসচিব অনুষ্ঠানে আসার কথা থাকলেও অসুস্থতার কারণে আসতে পারেনি!