ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে ব্রিটেনে পৌঁছেছেন। দেশটিতে এটি ট্রাম্পের নজিরবিহীন দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি সই করার কথা রয়েছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে ওয়াশিংটন-লন্ডন ‘বিশেষ সম্পর্ক’ জোরদার হয়েছে বলে প্রচার করতে চেষ্টা করবেন। এর আগে ট্রাম্পের আগমন ঘিরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিভস যৌথভাবে ‘ট্রান্সআটলান্টিক টাস্কফোর্স’ গঠনের ঘোষণা দেন। বুধবার ট্রাম্পকে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। স্টারমার চান যুক্তরাষ্ট্রের বিনিয়োগের জন্য ব্রিটেনকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে। সেজন্য গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বৈঠকের আয়োজন রয়েছে। বৃহস্পতিবার স্টারমার তার কান্ট্রি রেসিডেন্স চেকার্সে ট্রাম্পকে আমন্ত্রণ জানাবেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।