কক্সবাজারের টেকনাফে নিখোঁজ মালয়েশিয়া প্রবাসী জাহেদ হোসেনের লাশ বৃহস্পতিবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ৬ জানুয়ারি বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় কাঠুরিয়ারা নুরু নামের এক ব্যক্তির বাগানে লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে স্বজনরা পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। এ ঘটনায় তিনজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জাহেদ হোসেন পেশায় রাজমিস্ত্রী এবং মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তার সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। স্বজনদের দাবি, সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।