আসন্ন সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ব্রাহ্মণবাড়িয়ায় নুর বলেন, ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও তাদের দোসরদের আস্ফালন এখনও দেখা যায়। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা। তাদের একটি ছিল জাতীয় পার্টি। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির আস্ফালন এখনও আমরা দেখতে পাচ্ছি। অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতীয়পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আর বলেন, শুধু জাতীয় পার্টি নয়- আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী দোসর অন্য দলগুলোকে নিষিদ্ধের বিষয়েও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।