রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা ও ভোট কেন্দ্রে সিসি টিভিসহ ৭ দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। তাদের অন্য দাবিগুলো হলো- পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় সুবিধা নিশ্চিত করা; সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা; ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা এবং নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা। প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা করতে হবে। তবে কোনো প্রার্থীর অভিযোগ থাকলে তা ম্যানুয়ালি চেক করতে হবে। আমরা প্রচারণার ক্ষেত্রে আচরণবিধিকে অনেক গুরুত্বসহকারে দেখেছি। তবে প্রথম দিক থেকে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে। তারা শ্রেণিকক্ষে প্রচারণা করেছে, ঝাড়ুদার দিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ইসিতে দাবি দেওয়ার বিষয়ে বলেন, ছাত্রদলের বাইরে তাদের মাদার সংগঠন দাবি পেশ করে সেটাকে পেশাদার মনে করছি না।