কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের দেশটির সরকার জানিয়েছে, যারা আবাসন আইন লঙ্ঘন করে ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করছেন, তাদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ ঘোষণা করা হয়েছে। জরিমানা বা শাস্তি ছাড়াই আগামী তিন মাস কাতার ত্যাগ করা যাবে। এই সুযোগ শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে। অবৈধ প্রবাসীরা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সালওয়া রোডে অবস্থিত সার্চ অ্যান্ড ফলোআপ ডিপার্টমেন্টে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এই সুযোগ অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার পথ সুগম করবে বলে মনে করা হচ্ছে।