কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালামকে সমর্থন জানিয়েছেন দলের একই আসনের মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের উপস্থিতিতে দোলা কালামকে নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে ৯ নভেম্বর লাকসামের ছনগাঁও এলাকায় দোলার গাড়িবহরে হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হন, যা দলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ করে। পরে বিএনপি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। দোলা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কালাম ও দোলা উভয়েই জানান, তারা দলের প্রতীক ধানের শীষের বিজয়ের জন্য একসঙ্গে কাজ করবেন।