জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রশাসন বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে। বুধবার দিবাগত রাতে বার্লিনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এমন পরিস্থিতি রোধে এগিয়ে আসতে হবে যাতে বিশ্ব ‘ডাকাতের আস্তানায়’ পরিণত না হয়। তার মতে, বর্তমানে বৈশ্বিক গণতন্ত্র নজিরবিহীন আক্রমণের মুখে রয়েছে।
স্টেইনমায়ার সাম্প্রতিক মার্কিন পদক্ষেপ, বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টার দিকে ইঙ্গিত করে একে ‘ঐতিহাসিক ভাঙন’ হিসেবে উল্লেখ করেন। তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণকে বিশ্বব্যবস্থার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন। তার মতে, বড় শক্তিগুলো যেসব দেশ বা অঞ্চলকে নিজেদের সম্পত্তি মনে করছে, সেই ধারা এখনই বন্ধ করা প্রয়োজন।
যদিও জার্মান প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক, স্টেইনমায়ারের এই বক্তব্য জার্মানিতে ব্যাপক গুরুত্ব পাচ্ছে এবং এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রতি ইউরোপীয় উদ্বেগকে প্রতিফলিত করছে।