নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বাজার এলাকায় বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু ও ১৭ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার রাতে আমিরুল ইসলামের মেয়ের বিয়েতে প্রায় ২৫০ জন অতিথি খাবার খান। পরে অনেকের বমি, পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়। নিহত মোজাফফর হোসেন (৩৮) আগ্রাদ্বিগুন এলাকার দলিল উদ্দিনের ছেলে। গুরুতর অসুস্থদের মধ্যে রয়েছেন জয়দেব (৩৩), রেহেনা বেগম (৩৬), বাবু (১০), জাহিদুল (৩৮) ও মোজাফফর (২৮)। তারা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মোজাফফর হোসেনকে প্রথমে সেখানে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মোট ১৮ জন রোগী ভর্তি হয়েছিলেন এবং খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেলে নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।