প্রাণীসম্পদ ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার নতুন প্রজন্ম পোর্ট ভাতে বাঙালি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কি মাছে ভাতে বাঙালি? তিনি এই সময় বলেন ওরা অনেক সময় ডিম আর মাংস ছাড়া খেতে চায় না। এ হিসেবে পোল্ট্রি ভাতে বাঙালি হয়ে যায়! তিনি গুরুত্ব দিয়ে বলেন, বাচ্চাদের মাছ খাওয়া শেখাতে হবে। মাছের অপরাধ হিসেবে কাঁটাকে চিহ্নিত করে তিনি বলেন, কাঁটাসহ মাছ খাওয়া শেখাতে হবে। মাছকে জনপ্রিয় করে তোলার জন্য কাজ করতে হবে।