গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচুলাবাড়ি এলাকায় অবস্থিত গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে বুধবার ভোররাতে আবারও পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীরা রিসোর্টের ভেতরে দুটি কেরোসিনজাত তরল পদার্থভর্তি কাঁচের বোতল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে বোতল দুটি উদ্ধার করে জানায়, দুর্বৃত্তরা বাইরে থেকে বোমাগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গত মে মাসেও একই রিসোর্টে পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যার তদন্ত এখনো চলছে। সর্বশেষ ঘটনাটিও তদন্তের আওতায় আনা হয়েছে। রিসোর্টটি গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন, যার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।