বিপিএলের শিরোপা জয়ের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। রোববার ছুটে গিয়েছিলেন বরিশালের বেলস পার্কে! সেখানে কথা ছিল দুপুরের পর উদযাপন হবে বিপিএল শিরোপা।করা যায়নি সেই উদযাপন, মঞ্চে তিন-চার মিনিট থেকেই অনুষ্ঠান ত্যাগ করেন তামিম ইকবাল। এর ফলে ক্ষোভে মঞ্চ ভেঙে ফেলেন সমর্থকরা। তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বলেন, পরিকল্পনা ছিল আমাদের দেখা হবে, প্রতিটি খেলোয়াড় কথা বলবে। কিন্তু দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। দেড় দুই লাখ মানুষ এসেছিল, নিরাপত্তা দল পরিস্থিতি নিরাপদ মনে করেনি।