ঢাকার ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) জনস্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক মর্যাদার উন্নয়নের জন্য পরিচ্ছন্ন গণশৌচাগারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে পার্ক, বাজারসহ জনাকীর্ণ এলাকায় টয়লেট অবকাঠামোর অন্তর্ভুক্তি জরুরি করা হয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও মহিলারা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সুবিধার ওপর জোর দেওয়া হয়েছে। পরিকল্পনায় সব উন্নয়ন প্রকল্পে গণশৌচাগার বাধ্যতামূলক করার পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করে টেকসই অর্থনৈতিক মডেল গঠনের আহ্বান জানানো হয়েছে।