বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাড়িতে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। এই সময়ে আরো ভাঙচুর করা হয় একটা প্রাইভেট কার, ভাঙচুরের পর দেওয়া হয় অগ্নিসংযোগ। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে। মুরাদ হাসান ২০০৮ সালে প্রথম সাংসদ হন, ১৮ সালে পান মন্ত্রীত্ব। প্রতিমন্ত্রী হওয়ার পর সংবিধান থেকে বিসমিল্লাহ অপসারণ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ নানা কারণে বিতর্কিত ছিলেন। চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে ফোনালাপ ফাঁস হলে তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হয়।