কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর পুণ্যস্নান শুরু হয়েছে। অষ্টমী স্নানের লগ্ন ভোর ৪টা থেকে শুরু হয়ে শেষ হবে বিকাল ৫টায়। এবারের পুণ্যস্নানে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণের আশা আয়োজকদের। চিলমারীর ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার তীরে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশ থেকে আগতদের থাকার জন্য উপজেলার ২২ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পুণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তন ও রাতযাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ করা হয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।