কিয়েভের উপর কেউ শান্তি চুক্তি চাপিয়ে দিবে না, জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ। ন্যাটোর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওয়াশিংটন ভবিষ্যতে ইউরোপীয় শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চয়তা দেবে কিনা এ বিষয়ে পরে আলাপ হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ সৌদি আরবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করবেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন তারা। মার্কিন দূত জানিয়েছেন, তিনি চলতি সপ্তাহেই কিয়েভে জেলেনস্কির সাথে গিয়ে সাক্ষাৎ করবেন। ইউক্রেন সংক্রান্ত শান্তি আলোচনায় ইউরোপীয় নেতারা অংশ নিতে চাপ দিচ্ছেন, তবে সবাইকে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের দূত।