পাবনার ভাঙ্গুড়ায় কস্টিকসোডা, জেলি ও সয়াবিন তেল মিশিয়ে নকল দুধ তৈরি ও বাজারজাত করার অপরাধে মিজান (২৮) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে অষ্টমনিষা ইউনিয়নের সাহানগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১০ লিটার সয়াবিন তেল, একটি ব্লেন্ডার মেশিন ও নকল দুধ জব্দ করা হয়। মিজান উপজেলার মেন্দা পশ্চিম পাড়ার গোলাম মোস্তফার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় তাকে দণ্ড দেওয়া হয়। জব্দকৃত তেল ও ব্লেন্ডার স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে এবং নকল দুধ ধ্বংস করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।