কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৬৮ বিদেশীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে রয়েছে ৪৫ বাংলাদেশী। এদেরকে ফেরত পাঠানো হয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও ইমিগ্রেশন কাউন্টারের দিকে না গিয়ে খাবারের দোকান ও অন্যান্য জায়গার ঘোরাফেরা করছিলেন। বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করে নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে ১৬ পাকিস্তানি, ৪৫ বাংলাদেশী ও ৭ ভারতীয় নাগরিককে অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে যাচাই-বাছাই শেষে প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ প্রদান করা হয়। পয়লা জানুয়ারি থেকে ৯০০ জন পর্যটককে ফেরত পাঠিয়েছে দেশটি।