বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) দুটি নতুন রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের অধ্যায় VIA অনুযায়ী শর্ত পূরণ করায় দল দুটিকে নিবন্ধন দেওয়া হয়েছে। এনসিপির প্রধান কার্যালয় ঢাকার বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত, যার প্রতীক ‘শাপলা কলি’ এবং নিবন্ধন নম্বর ৫৮। সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর কার্যালয় তোপখানা রোডে, প্রতীক ‘কাঁচি’ এবং নিবন্ধন নম্বর ৫৯। মঙ্গলবার বিজি প্রেসের ওয়েবসাইটে প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়। নতুন নিবন্ধনের ফলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯।