রোমভিত্তিক নোভা নিউজ সংস্থার ব্রাসেলসভিত্তিক ইতালিয় সাংবাদিক গাব্রিয়েলে নুনজিয়াতিকে বরখাস্ত করা হয়েছে গাজা পুনর্গঠন বিষয়ে প্রশ্ন তোলার কারণে। ১৩ অক্টোবর ইউরোপীয় কমিশনের এক প্রেস কনফারেন্সে তিনি মুখপাত্র পাউলা পিনহোকে প্রশ্ন করেন, ইউরোপীয় ইউনিয়ন যেমন রাশিয়াকে ইউক্রেন পুনর্গঠনের খরচ বহনের আহ্বান জানায়, তেমনি কি ইসরায়েলকেও গাজা পুনর্গঠনের ব্যয় বহন করা উচিত নয়? পিনহো উত্তরে বলেন, এটি আকর্ষণীয় প্রশ্ন হলেও তার কোনো মন্তব্য নেই।
সংলাপটির ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন মিডিয়া সেটি পুনঃপ্রচার করে। দুই সপ্তাহ পর, ২৭ অক্টোবর নুনজিয়াতি একটি ইমেইল পান যেখানে জানানো হয় সংস্থাটি আর তার সঙ্গে কাজ করবে না। দ্য ইন্টারসেপ্ট-কে দেওয়া সাক্ষাৎকারে নুনজিয়াতি বলেন, বরখাস্তের কারণ ছিল গাজা-সংক্রান্ত প্রশ্নটি। নোভা নিউজের মুখপাত্র ফ্রান্সেস্কো সিভিতাও বিষয়টি নিশ্চিত করেন।
ইতালির সংসদ সদস্য আনা লাউরা অররিকো এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “ঘটনাটি সত্য হলে এটি সংবাদমাধ্যমের জন্য লজ্জাজনক এক পদক্ষেপ।”