দুর্নীতির অভিযোগের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবার ও সহযোগীদের মালিকানাধীন প্রায় ৮০০ কোটি টাকার শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন। দুদক সূত্রে জানা যায়, মোট ১০৫টি কোম্পানি ও প্রতিষ্ঠানের ৫১৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ২৮৬টি শেয়ার জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮০০ কোটি ৩৭ লাখ টাকা। দুদকের উপপরিচালক তাহসিন মোনাবিল হক আদালতে আবেদন করেন, যেখানে উল্লেখ করা হয় এস আলম ও তার সহযোগীরা এসব শেয়ার অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছিলেন। এর আগে, গত ৯ জুলাই একই আদালত তাদের ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছিল।