একসময় রেশম উৎপাদনের প্রাণকেন্দ্র ছিল পাবনার ঈশ্বরদী রেশম বীজাগার। বর্তমানে সেখানে সীমিত পরিসরে শুধু তুঁতগাছের চারা উৎপাদন চলছে, বাকি সব কার্যক্রম বন্ধ। ১৯৬২ সালে ১০৮ বিঘা জমিতে প্রতিষ্ঠিত এই বীজাগারে একসময় রেশমের ডিম, গুটি ও সুতা উৎপাদন হতো, যা রাজশাহী সিল্ক কারখানায় সরবরাহ করা হতো। অর্থসংকট ও জনবল ঘাটতির কারণে ধীরে ধীরে সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে একজন ম্যানেজারসহ অল্পসংখ্যক শ্রমিক চুক্তিভিত্তিকভাবে কাজ করছেন। পরিত্যক্ত ভবন, জঙ্গল আর অবহেলায় হারিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানের পুরনো ঐতিহ্য। কর্মকর্তারা মনে করেন, পর্যাপ্ত অর্থ ও জনবল পেলে বীজাগারের আগের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব।