আখাউড়া-আশুগঞ্জ-মন্দবাগ-মুকুন্দপুরের ১শ কিলোমিটার রেলপথের বিভিন্ন স্থানে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ট্রেনে কাটা পড়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৬ জন পুরুষ, ৯ জন নারী ও দুজন শিশু। নিহতদের বেশিরভাগ অজ্ঞাত পরিচয়ের। এতে ৩৪টি অপমৃত্যু ও একটি নিয়মিত মামলা হয়েছে। গেল বছর সবচেয়ে বেশি ট্রেনে কাটা পড়ে সেপ্টেম্বরে ৮ জনের মৃত্যু হয়। চলন্ত অবস্থায় ট্রেনে ওঠানামা, ছাদে ভ্রমণ, দুই বগির সংযোগ স্থলে বসা, ট্রেনের দরজার হাতলে ঝুলে যাতায়াত, রেল লাইনের পাশ দিয়ে কানে হেডফোন লাগিয়ে হাঁটা বা লাইনে বসে থাকা, অবৈধ রেলক্রসিং ও অসর্তকভাবে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তারা।