সারাদেশে চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে র্যাবের গোয়েন্দা কার্যক্রম দেশব্যাপী অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। শনিবার রাত ২ টায় র্যাবের টহল পরিদর্শন শেষে তিনি আরো বলেন, স্বার্থান্বেষী মহলের হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে র্যাব দেশব্যাপী অভিযান চালিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়মিত অতিরিক্ত টহল চলছে। মোহাম্মদপুরের বেশ কয়েকটি গ্রুপের হোতাদের র্যাব গ্রেফতার করেছে বলেও অবগত করেন তিনি।