ইতালি যাওয়ার আশায় অবৈধভাবে সমুদ্রপথে যাত্রা করে লিবিয়ার সাগরে প্রাণ হারিয়েছেন মাদারীপুর সদর উপজেলার দুই যুবক—জাফর বেপারী (৪৫) ও সিরাজুল হাওলাদার (২৫)। তারা গত ১ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে কয়েকটি দেশ পেরিয়ে লিবিয়ায় পৌঁছান এবং ১৪ অক্টোবর প্রায় ৫০ জনের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। নৌকার তেল শেষ হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে এবং এক সপ্তাহ পর তীব্র শীতে তাদের মৃত্যু হয়। দালালচক্র প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে পরিবারের কাছে খবর পৌঁছায়। নিহতদের পরিবার স্থানীয় দালাল লোকমান সরদারের বিরুদ্ধে ৩০ লাখ টাকা প্রতারণার অভিযোগ তুলেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।