ডলার সংকটের কারণে বিদেশি এয়ারলাইন্সগুলো ঢাকা ও চট্টগ্রাম থেকে ৪৫টি ফ্লাইট কমিয়েছে। এতে যাত্রীর চাপ থাকায় ভাড়া বাড়ছে হুহু করে। বিশেষজ্ঞরা উচ্চ ভ্রমণ কর, গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ, ল্যান্ডিং ও পার্কিং চার্জসহ ডলার সংকটকে দায়ী করেছেন তারা। গ্রুপ টিকিট বিক্রি নিয়ে মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রকেও দায়ী করছেন। একে পরিকল্পিতভাবে জারি করে ভাড়া নিয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠে। এতে বলা হয়েছে, এখন থেকে কোনো বিমান সংস্থা তিন দিনের বেশি কোনো টিকিটের বুকিং রাখতে পারবে না। এতে সংশ্লিষ্টরা ক্ষুব্ধ। তাদের মতে, দেশে প্রতিদিনই টিকিটের চাহিদা বাড়ছে। ডলার সংকটে টিকিট বিক্রির ২ হাজার কোটি টাকার বেশি অর্থ আটকে আছে দেশের ব্যাংকগুলোতে।