সংস্কার প্রস্তাবের আলাপ-আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে দেশ ততবেশি সংকটে পড়বে বলে ঢাকা দক্ষিণে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার আলোচনা দীর্ঘায়িত হলে পতিত স্বৈরাচার সুযোগ পাবে দেশের মানুষের কাঁধে চেপে বসার। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সবার আগে নির্বাচন প্রয়োজন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায়, নির্বাচিত সরকার দেশ পরিচালনার সুযোগ পেলে সমস্যার জটগুলো আস্তে আস্তে খুলে যাবে; এসব বলে তিনি নির্বাচনের গুরুত্বারোপ করেন। নিজেদের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করার যে ওয়াদা দেওয়া হয়েছে তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিজ্ঞা করেন।