রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হলেও নির্বাচন না হওয়ায় বর্তমান কিয়েভ সরকার ‘অবৈধ’, তাই তাদের সঙ্গে শান্তি আলোচনা অর্থহীন। কিরগিজস্তান সফর শেষে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা কোনো খসড়া চুক্তি নয়, বরং ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হতে পারে। পুতিন দাবি করেন, ইউক্রেনীয় সেনারা দখলকৃত অঞ্চল থেকে সরে গেলে যুদ্ধ বন্ধ হতে পারে, অন্যথায় রাশিয়া বলপ্রয়োগে তা বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগদান থেকে বিরত থাকতে হবে এবং পশ্চিমা সেনা উপস্থিতি নিষিদ্ধ করতে হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফর আগামী সপ্তাহে নির্ধারিত, একই সময়ে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের কিয়েভ সফরের সম্ভাবনাও রয়েছে।